
চাঁদপুর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁদপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা এবং কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাও. জসিম উদ্দিন পাটওয়ারী পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক, অ্যাড. সলিম উল্যা সেলিম, গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন। এরপর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, হাজী মোশাররফ হোসাইন, সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। এছাড়া, জেলা বিএনপির অপর সাংগঠনিক সম্পাদক, মুনির চৌধুরী, শোক প্রস্তাব পাঠ করেন।
সভায় উপস্থিত ছিলেন সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম; উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. মোশারফ হোসেন, সদস্য আলহাজ এম এ হান্নান; কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদা বেগম হীরা; কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন হারুনুর রশীদ; কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ড. জালাল উদ্দিন আহমেদ; এস এম কামাল উদ্দিন চৌধুরী, মোতাহার হোসেন পাটওয়ারী; উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, অ্যাড. আব্বাস উদ্দিন, আব্দুল মান্নান খান বাচ্চু; সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু; সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, ডা. শামীম আহমেদ, আব্দুস শুক্কুর পাটওয়ারী, শরীফ মো. ইউনুস, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, হুমায়ুন কবির প্রধান, মোল্লা মাহমুদ হাসান, আলমগীর কবির পাটওয়ারী, ডি এম শাহাজাহান; যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন; সদস্য আজহারুল হক মুকুল; যুগ্ম সম্পাদক আফজাল হোসেন বেপারী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, তানভীর হুদা; এবং বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যেমন— চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, মতলব পৌর বিএনপি সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আহমেদ সেলিম, কচুয়া পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ ভেন্ডার প্রমুখ।
সভায় জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় কর্মকাণ্ডের অগ্রগতি এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।