
পরিচ্ছন্নতা কর্মীদের জন্যে চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প।
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের আয়োজনে ও ক্লীন চাঁদপুরের সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্যে এক দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মহতী কার্যক্রম শুরু হয়। এই মেডিকেল ক্যাম্পে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল এবং অন্য ক’জন চিকিৎসক বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. মিজানুর রহমান খান, ডা. পীযুষ সাহা, ডা. মো. ওলিউর রহমান, ডা. ইফতেখার উল আলম, ডা. মো. সোহেল রানাসহ বিশেষজ্ঞ মেডিকেল টিম।
চিকিৎসা সেবাপ্রাপ্ত হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্নতাকর্মীরা এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন। একজন রোগী বলেন, “আমরা পৌরসভার পরিচ্ছন্নতার কাজ করলেও অর্থের অভাবে নিয়মিত ডাক্তার দেখানো সম্ভব হচ্ছিল না। আজকে যে সেবা পেয়েছি, তাতে সত্যিই আমরা অনেক উপকৃত হয়েছি।”
আরেকজন রোগী বলেন, “আমার দীর্ঘদিন ধরে এলার্জির সমস্যা। আজকে বিনা খরচে ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ নিয়েছি। এই আয়োজকদের জন্য দোয়া করি।” একাধিক রোগী ভবিষ্যতে এ ধরনের সেবা মাঝে মাঝে প্রদান করার অনুরোধ জানিয়েছেন, যাতে অসচ্ছল পরিবারগুলো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিনের চিকিৎসক ডা. পীযুষ সাহা জানান, তারা প্রায় ২৫০-এর মতো হরিজন পরিবারের সদস্যকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা নিয়েছেন।
চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. ডা. মো. মিজানুর রহমান খান বলেন, হরিজন পরিবারের সদস্যরা বিভিন্নভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। শহরকে পরিচ্ছন্ন রাখতে তাদের অবদানকে সম্মান জানিয়ে তাদের রোগ নির্ণয়সহ বিনামূল্যে কিছু ঔষধও দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. আব্দুল্লাহ আল মামুন ও ক্লাব ফ্যাসিলিটেটর রোটা. শেখ মনির হোসেন বাবুলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, রোটার্যাক্ট ও ইন্টার্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দ এবং ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশসহ ক্লীন চাঁদপুরের অন্যান্য সদস্য।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব ও ক্লীন চাঁদপুরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়।” তিনি পরিচ্ছন্নতা কর্মী ও সমাজের অবহেলিত মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ বলেন, “আমরা ২৫০ জন ব্যক্তিকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধের ব্যবস্থা করেছি। ক্লীন চাঁদপুরের এই কর্মযজ্ঞ অব্যাহত থাকবে এবং আমরা শহরের মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশাগুলো স্বাস্থ্য, চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রয়োজনে পাশে থেকে সরাসরি সহযোগিতা করে লাঘব করার চেষ্টা চালিয়ে যাব।”