
মিথ্যা ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটের হামিম সিকদারের সংবাদ সম্মেলন।
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটে চাঁদা না দেওয়ায় মাদকের মিথ্যা অভিযোগে হয়রানি, প্রাণনাশের হুমকি এবং এর সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতলমারী উপজেলার শিবপুর এলাকার হামিম সিকদার, যিনি উপজেলা শহরের একটি মুদি দোকানের কর্মচারী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একই এলাকার হৃদয় সিকদার, শিপন সিকদার এবং আবু বক্কার মোল্লা।
হামিম সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, স্থানীয় আব্দুল্লাহ মীর, মোস্তফা কাজী, জুবায়ের শিকদার (@ইডি), হায়াত মীর এবং হেদায়েত মোল্লা তাদের বাড়িতে গিয়ে তার মায়ের নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা মাদক মামলা দিয়ে হয়রানি করার এবং প্রাণনাশের হুমকি দেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) চিতলমারী প্রেসক্লাবে জনৈক আক্কাস আলী মীর স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত কয়েকজনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। দুঃখের বিষয়, সেই সংবাদ সম্মেলনে হামিম সিকদারসহ তাদের কয়েকজনের নাম উল্লেখ করে চাঁদাবাজ, ভূমি দখলকারী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে মিথ্যা অভিযোগ করা হয়।
হামিম সিকদার অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের চিতলমারী বাজারের মসজিদের পিছনে নিয়ে মাদক বিক্রয়ের প্রস্তাব দেয়। এতে তারা অসম্মতি জানালে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। তারা দাবি করেন, মাদক ব্যবসা কিংবা মাদক গ্রহণের কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই।
তাদের অভিযোগ, এলাকার রহিম শিকদারের স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে বর্তমানে কারাগারে আটক তন্ময় মীর-এর ঘটনার পর থেকে তারা সত্যের পক্ষে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র শুরু করেছে। তারা জানান, প্রতিপক্ষরা সংঘবদ্ধ হয়ে ৫ই আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা মিথ্যা মামলায় জড়ানোর অপচেষ্টা এবং প্রাণনাশের হুমকির তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।