
মিরাজ-রিশাদের জোড়া আঘাতে চাপে আফগানিস্তান; ২৩ ওভার শেষে সংগ্রহ ৯১/৪
স্পোর্টস ডেক্স:
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেনের জোড়া আঘাতে শুরুতেই চাপে পড়েছে আফগানিস্তান। ২৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯১ রান।
আফগানিস্তান ইনিংসের শুরুটা দেখেশুনে করলেও পঞ্চম ওভারে আঘাত হানেন সাকিব আল হাসান। লেগ স্টাম্পের ওপর খাটো লেংথে করা বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে জাকের আলীর হাতে ধরা পড়েন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।
তিনে নেমে সুবিধা করতে পারেননি সেদিকুল্লাহ অটল। তানভির ইসলামের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপে তানজিম সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ১৩ বল খেলে মাত্র ৮ রান করেন এই টপ অর্ডার ব্যাটার।
৩৮ রানে ২ উইকেট হারানোর পর ইনিংসের হাল ধরেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ। তবে ১১ বলে ৯ রান করার পর পেশির চোটে মাঠ ছাড়তে হয় রহমত শাহকে।
এরপর অধিনায়ক মিরাজ নিজেই ব্রেক-থ্রু এনে দেন। খানিকটা খরুচে হলেও ১৮তম ওভারে এসে উইকেটের দেখা পান তিনি। মিরাজের অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড এজে বোল্ড হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। ১২ বল খেলে ৪ রান করেন তিনি।
পরের ওভারেই উইকেটের দেখা পান রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের গুড লেংথের বলে টার্নে পরাস্ত হয়ে স্লিপে তানজিদ তামিমের হাতে ধরা পড়েন আজমতউল্লাহ ওমরজাই। তাতে ৭৯ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।
এর আগে বল হাতে ইনিংস ওপেন করা তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান নতুন বলে দারুণ লাইন-লেংথে আফগানদের রানের চাকা টেনে ধরেন।