হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় জিয়া স্মৃতি সংসদের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল ৩ ঘটিকায় উপজেলার দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানের যে নির্দেশনা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল কাজগুলো আপনারা ঠান্ডা মাথায় করবেন। অপশক্তির কাছে মাথানত করা যাবে না। এই অপশক্তি আমাদের সম্পর্কে বিভিন্ন অপবাদ দিচ্ছে। ঠান্ডা মাথায় তা মোকাবেলা করবেন।
অনুষ্ঠানে হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী।
এসময় চাঁদপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল খালেক, মোঃ মিজানুর রহমান শেখ, মোঃ হারুনুর রশিদ গাজী, খোরশেদ আলম কোতওয়াল, মোঃ বিল্লাল হোসেন আখন, সরদার মোঃ আবু তাহের, সদস্য মোঃ আঃ কুদ্দুস মেহনতী, আক্তার হাওলাদার, আবুল কালাম আজাদ, মোঃ দিদারুল ইসলাম জমাদার, মোঃ বোরহান উদ্দিন জোটন।
অন্যান্যদের মধ্যে উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, সাধারণ সম্পাদক নজির আহমেদ দেওয়ান, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাশার মাঝি, উপজেলা যুবদল আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব জহির মিয়াজী, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন, সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝি, উপজেলা ওলামা দল সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন আনসারী ও উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় নয়ানী আলস্টার ক্লাব বনাম উত্তর আলগী সেভেন স্টার ক্লাবের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথম অধ্যায়ের গোলশূন্য বিরতির পর দ্বিতীয় অধ্যায়ের প্রথমে দিকে উত্তর আলগী সেভেন স্টার ক্লাব গোলের সুচনা করেন। এরপর নয়ানি আলস্টার ক্লাব পরপর তিনটি গোল করেন। খেলা শেষে নয়ানি আলস্টার ক্লাব ৪-২ গোলে উত্তর আলগী সেভেন স্টার ক্লাবকে হারিয়ে জয়লাভ করেন।