নিজস্ব প্রতিবেদকঃ
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ২ উইকেটে হারিয়ে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরের বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এপিবিএন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ও সিআইডির অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, বাহারুল আলম বিপিএম। আইজিপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ বিপুল সংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে শুরু হওয়া বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে মিরপুর পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে।