আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাজিমাত, এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকঃ

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ২ উইকেটে হারিয়ে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট দল।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ (পিএসসি) চত্বরের বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এপিবিএন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে। জবাবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায়।

পুরো টুর্নামেন্টে অসাধারণ নৈপুণ্য দেখানোয় এপিবিএন দলের রাফি আহমেদ ভূঁইয়া প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। ফাইনালে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জান্নাতুল নাঈম প্লেয়ার অব দ্যা ফাইনালের পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়া চট্টগ্রাম রেঞ্জের মাসুদ সেরা ব্যাটসম্যান এবং ডিএমপির কাজল সেরা বোলার নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি ও সিআইডির অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, বাহারুল আলম বিপিএম। আইজিপি মহোদয় চ্যাম্পিয়ন ও রানারআপ দল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়।

আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাজিমাত, এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমসহ বিপুল সংখ্যক দর্শক উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে শুরু হওয়া বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এ পুলিশের বিভিন্ন ইউনিটের মোট ১৯টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে মিরপুর পুলিশ লাইনস মাঠ ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে।

Share:

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

Categories

On Key

Related Posts

ফরিদগঞ্জে ওএমএসের চাল কালোবাজারির অভিযোগে যৌথ অভিযানে ৩ জন আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারি বিপণন সংস্থা ওএমএসের চাল কালোবাজারি করার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,

চাঁদপুরে যৌথ অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। আজ ১৩ মে ২০২৫

আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বাজিমাত, এপিবিএনকে হারিয়ে চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদকঃ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ২ উইকেটে হারিয়ে আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর শিরোপা নিজেদের করে নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্রিকেট

যুক্তরাজ্য আরসিডিএস প্রতিনিধি দলের সেনা সদর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদকঃ যুক্তরাজ্যের রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ (আরসিডিএস)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ

Contact

Social

© Copyright 2024 banglaralo24tv. All right reserved.