নিজস্ব প্রতিবেদকঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় আওয়ামী লীগ নেতাকে হয়রানির মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এক পরিবারের ৫ সদস্য সংবাদ সম্মেলন করেছেন। আজ ২৮ নভেম্বর শুক্রবার সকালে কাঁঠালিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মোঃ পলাশ খান নামের এক ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ফরাজী ও জাহাঙ্গীর ফরাজী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলাশ খানের বড় ভাই রিয়াজ খান, চাচাতো ভাই সজিব, চাচাতো ভাই জাহাঙ্গীর ও সুমন খান, চাচাতো ভাই কবির ফরাজী। লিখিত বক্তব্য পাঠ করেন পলাশ খানের বড় ভাই মোঃ মিরাজ খান। তিনি বলেন, গত ২রা নভেম্বর একটি মিথ্যা ঘটনার ভিত্তিতে আমার ছোট ভাই মোঃ পলাশ খানের বিরুদ্ধে হয়রানির অভিযোগ আনা হয়েছে। একইভাবে গত ৩ অক্টোবর ঝালকাঠি সদরের একটি মামলায় পলাশকে আসামি করা হয়েছে। কিন্তু মামলার জায়গাটি আমাদের বাড়ি থেকে ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরে। এ ছাড়া মামলার বাদী পলাশকে না চিনলেও পলাশকে অদৃশ্যভাবে আসামি করা হয়েছে। আমরা এই হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধ করতে চাই। এ ব্যাপারে প্রশাসন আমাদের সহযোগিতা করবে বলে আমাদের দাবি।