
আগামী নির্বাচন সার্বভৌমত্ব রক্ষা ও মাস্তানতন্ত্রের অবসানের ফয়সালা হবে: এটিএম আজহারুল ইসলাম।
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে কি না, তার ফয়সালা আগামী নির্বাচনে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব হবে কি না, সেই ফয়সালাও নির্ধারণ করবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। একই সঙ্গে তিনি জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার নিরাপত্তা নিশ্চিত হওয়ার বিষয়টির ওপর জোর দেন।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে রংপুরের বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম আসন্ন নির্বাচনকে ‘ভোটযুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “এই ভোটযুদ্ধ হবে মাস্তান-সন্ত্রাস ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভিন্ন কিছু ঘটে, তবে তারা আবার ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই করে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে।
অমুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, এতদিন যাদের মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বেশি শোনা গেছে, বাস্তবে তারাই অনিরাপত্তার বড় কারণ ছিল। তিনি অভিযোগ করেন, “তারা ক্ষমতায় থাকতে তাদের হাতেই অমুসলিমদের নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে।”
এর প্রমাণ হিসেবে তিনি এবারের দুর্গাপূজার উদাহরণ দেন। তিনি বলেন, “আগে সব সময় দুর্গাপূজায় কোনো না কোনো মন্দিরে হামলা হতো। কিন্তু এবার বাংলাদেশের কোনো মন্দিরে কেউ হামলা করেনি। তাহলে যারা হামলা করলো তারা দেশে নেই। এবার নিশ্চিন্তে দুর্গাপূজা পালন করতে পেরেছে।”
তিনি আরও বলেন, “আমরা ধর্মবিদ্বেষ পোষণ করি না, এটাই ইসলামের শিক্ষা। যে যার ধর্ম বিশ্বাস করে সে তার ধর্ম মেনে চলবে।” এটিএম আজহারুল ইসলাম জোর দিয়ে বলেন, ইসলাম একটি জীবনব্যবস্থা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক-মালিক সবাই নিরাপত্তা পাবে।