
আমদানি কমেছে, চাহিদা বেড়েছে অস্বাভাবিক দামে ফল বিক্রি।
ডেক্স রিপোর্টঃ
দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মৌসুমি রোগের প্রকোপ বাড়ায় ফলের চাহিদা ব্যাপক বেড়েছে। বিশেষ করে ভিটামিন-সি সমৃদ্ধ ফল, যেমন মাল্টা ও লেবুর চাহিদা এখন তুঙ্গে। তবে চাহিদার এই ঊর্ধ্বমুখী প্রবণতার ঠিক উল্টো দিকে ফলের সরবরাহ কমে গেছে, যার ফলস্বরূপ বাজারে সব ধরনের ফলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে আমদানি-নির্ভর ফলের।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত ১০ দিনের ব্যবধানে মাল্টার দাম কেজিপ্রতি প্রায় ২০০ টাকা বেড়েছে। আগে যে মাল্টা ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হতো, এখন তা ৪৪০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আপেল, বেদানা, আঙুর, কমলা, নাশপাতিসহ অন্যান্য আমদানি করা ফলের দামও ৪০ থেকে ৫০ টাকা বা তার বেশি বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ফলের মৌসুম না হওয়ায় আমদানিকারক দেশগুলো থেকে সরবরাহ কমেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের তুলনায় জুলাই মাসে মাল্টার আমদানি প্রায় ৮০ শতাংশ কমেছে।
আমদানি করা ফলের পাশাপাশি দেশীয় ফলের দামও বেড়েছে। পেঁপে, পেয়ারা, আনারস এবং কলার মতো ফলও এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাবুবাজার, কারওয়ান বাজারসহ বিভিন্ন খুচরা বাজারে ক্রেতারা ফলের এমন অস্বাভাবিক দামে হতাশা প্রকাশ করছেন। বিক্রেতারা বলছেন, আমদানি কম ও চাহিদা বৃদ্ধির কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে, এই পরিস্থিতি সামাল দিতে সরকার কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।