
বিনোদন ডেক্সঃ
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে। প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট।
অমি জানিয়েছেন, ওটিটি মানের এই কনটেন্ট দর্শকদের কথা ভেবেই ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর প্রথম আট পর্ব বঙ্গ অ্যাপে মুক্তি পেয়ে রেকর্ড পরিমাণ ভিউ পায়। ইউটিউবের পর এটি টিভিতেও প্রচারিত হবে।
চ্যানেল আইতে ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে এই ধারাবাহিকটি দেখা যাবে। এছাড়া ভোর ৩টা ৪০ মিনিট ও পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে পুনঃপ্রচারও দেখানো হবে।