
ইলিশ রক্ষায় চাঁদপুরে আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের হাইমচর উপজেলায় ৪ অক্টোবর মধ্যরাত থেকে মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। মৎস্য অধিদপ্তর কার্যালয় হাইমচর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উপজেলার কাটাখালী থেকে চরভৈরবী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার মেঘনা নদীর বিস্তৃত এলাকায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই সময়ে অর্থাৎ, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ বি এম আশরাফুল হক জানান, মা ইলিশ রক্ষা অভিযান কঠোরভাবে কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ ও কোস্টগার্ডের অংশগ্রহণে একটি যৌথ অভিযান শুরু হবে। তিনি আরও জানান, পূর্বের চেয়ে এবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের জারি করা এই নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ ০২ (দুই) বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ০৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার ও টাস্কফোর্স কমিটির সভাপতি অমিত রায় বলেন, “এ নদী আমাদের, এ মাছ আমাদের, এই সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের।” ইলিশ সম্পদ রক্ষা এবং এর উৎপাদন বৃদ্ধির স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছি।