
৮ নং বাগাদি ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম।
ডেক্স রিপোর্টঃ
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সম্পন্ন করেছে। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার বাগাদি ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুছ সালাম বলেন, “বিএনপির সদস্য সংগ্রহসহ নানা কর্মসূচি দেওয়ার একমাত্র কারণ হলো দলীয় নেতাকর্মীদের সক্রিয় রাখা।” তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার উদ্দেশ্যে কারাবন্দী করে রেখেছিল, কিন্তু দেশবাসীর দোয়ায় আল্লাহ তাকে রক্ষা করেছেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আমরা স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারিনি। তাদের দলের নেতা এবং পুলিশের বাধার কারণে আমরা অনেক সময় বাধাগ্রস্ত হয়েছি।” তিনি আরও বলেন, “আমরা আওয়ামী লীগ মার্কা নির্বাচন চাই না। এদেশের মানুষের ভোটের অধিকার এবং ভাতের অধিকার আদায়ের জন্য আমরা আন্দোলন-সংগ্রাম করেছি।”
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, সদস্য মোঃ শরিফ আহাম্মেদ খান, পীরজাদা বরকতউল্লাহ খান, এবং আমির হোসেন গাজী।
বৃহস্পতিবার বাগাদি ইউনিয়ন পরিষদ মাঠে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে, শুক্রবার গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে, এবং শনিবার পশ্চিম সকদি মাদানিয়া আলিম মাদ্রাসা মাঠে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়। প্রতিটি অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লার সঞ্চালনায় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে নতুন সদস্য ও নবায়নের ফরম তুলে দেওয়া হয়। কর্মসূচিগুলোতে নেতাকর্মীদের পাশাপাশি নারী সমর্থকদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।