
এনসিপি'র সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক:
সনদ স্বাক্ষরের আগে আহত ‘জুলাই যোদ্ধাদের’ ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ‘জুলাই আহতদের আওয়ামী দোসর’ বলে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।
নাহিদ ইসলাম বলেন, “কিছুক্ষণ আগেই আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব, উনি শুক্রবার ঘটনায় জুলাইযোদ্ধা যারা আহত হয়েছে, তাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এমনটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না—সেহেতু হয়তো তিনি জানেন না কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”
এনসিপি’র এই আহ্বায়ক বলেন, “আমাদের আহ্বান থাকবে তিনি তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন, আহত যোদ্ধা, শহীদ পরিবার এবং যারা সেই দিনকার (জুলাই গণঅভ্যুত্থান) সাথে জড়িত ছিল, তাদের কাছে ক্ষমা চাইবেন।”
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে দাবি পূরণের বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শনিবার সকালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছিলেন, “জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন ঐকমত্য কমিশনের সঙ্গে, আমাদের সঙ্গেও কথা বলেছে…দেখা গেছে, এখানে ‘জুলাই যোদ্ধাদের’ নামে কিছুসংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি জড়িত থাকতে পারে না।” মূলত তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম নিন্দা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানালেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহতদের ওপর পুলিশি হামলারও তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।