হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞের কথা স্মরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সুমন। অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার কথা তুলে ধরেন। তারা বলেন, এই রাতে পাকিস্তানি বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে তারা নির্বিচারে গণহত্যা চালায়। এই রাতে নিহত শহীদদের স্মরণে বক্তারা গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।
সভায় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, এই স্বীকৃতি পেলে বিশ্ববাসী ১৯৭১ সালের গণহত্যার ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। ১৯৭১ সালের এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংসতা চালিয়েছিল, তা বিশ্ব ইতিহাসে বিরল। এই দিনটি বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।