
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে হাইমচরে মানববন্ধন
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচার এবং ফাঁসির দাবিতে হাইমচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় হাইমচর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাইমচর প্রেসক্লাবের সভাপতি ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক মাছুম বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার জোর দাবি জানান এবং গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের সত্য তুলে ধরতে গিয়ে প্রায়ই হুমকির শিকার হচ্ছেন। তুহিনের হত্যাকাণ্ড প্রমাণ করে সাংবাদিকদের নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। এই ধরনের অপরাধ যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেজন্য দোষীদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধনে হাইমচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আলী আকবর, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপুসহ সংবাদকর্মী বিল্লাল পাটোয়ারী বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম জহির, যুগ্ম সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সবুজ হোসাইন সহ হাইমচর প্রেসক্লাবের বিভিন্ন স্তরের সদস্য এবং উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।