
চট্টগ্রামে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক তৈরির ঘোষণা দিলেন মেয়র
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। মাঠটি সংস্কার করেছেন সমাজসেবক মোহাম্মদ আলতাফ হোসেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, একটি শহর শুধু রাস্তাঘাট, দালান-কোঠা বা বাজার দিয়ে গঠিত হয় না। একটি শহরের প্রাণ হলো তার মানুষ, বিশেষ করে শিশু-কিশোররা। তাই আমার লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা, যেখানে শিশুরা স্বাধীনভাবে দৌড়াতে, খেলতে এবং হাসতে পারবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, দলগত কাজ শেখায় এবং নৈতিকতা গঠনে সাহায্য করে। নগরের সব শিশু যেন সমানভাবে খেলাধুলার সুযোগ পায়, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে শিশুরা শৃঙ্খলা, সততা এবং সহমর্মিতার মতো গুরুত্বপূর্ণ গুণাবলি অর্জন করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি।
মেয়র শিশুদের পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং শিক্ষার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ছোটবেলা থেকেই যদি শিশুরা পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলে, তবে তারা বড় হয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। খেলাধুলা, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত পড়াশোনা—এই তিনটি অভ্যাস তাদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের লেকচারার ডা. মোহাম্মদ ঈসা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহীনা আরা বেগমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা।