
চাঁদপুরের তানহা বিনতে সানজিদার এসএসসি'তে বৃত্তি লাভ
স্টাফ রিপোর্টারঃ
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিলাভ করে সুনাম অর্জন করেছে চাঁদপুরের তানহা বিনতে সানজিদা। সে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা শাখায় সাধারণ গ্রেডে এই বৃত্তি পেয়েছে। তার রোল নম্বর ৫৬৯৪৮৬।
একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে তানহা এই কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়, তার বাবা-মা এবং পরিবারের মুখ উজ্জ্বল করেছে। তার বাবা মো. সাখাওয়াত হোসেন একজন প্রবাসী এবং মা রুমা বেগম একজন গৃহিণী। দুই ভাই-বোনের মধ্যে তানহা ছোট। তার গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাংগা গ্রামে হলেও, সে মহামায়া বিমলেরগাঁও-এ তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করত।
ভবিষ্যতে তানহা একজন ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখে এবং ধারাবাহিক ভালো ফলাফলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছে।
এদিকে, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম মোল্লা তানহা এবং তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছি। আশা করছি, ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো করবে। এই সাফল্যের জন্য আমরা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।’