
চাঁদপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার র্যালী ও আলোচনা সভা।
চাঁদপুর প্রতিনিধিঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। এই উপলক্ষে সদর উপজেলার বালিয়ায় ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেল ৩টায় সংস্থার হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা এবং কম্পিউটার প্রশিক্ষক তানভীর আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক মো. আলাউদ্দিন কাজী আদিবাসীদের অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তাহের খান এবং ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজান গাজী।
ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি সুখ রঞ্জন ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীর ত্রিপুরা, শিক্ষানবীস বিষয়ক সম্পাদক বাবুল ত্রিপুরা, উপদেষ্টা প্রবীর ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রাখাল ত্রিপুরা, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ, সমাজ কল্যাণ সম্পাদক হীরা দেব বর্মন, এবং মহিলা সম্পাদিকা ও পল্লী চিকিৎসক গৌরী রানী। বক্তারা সবাই আদিবাসী সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে, সংস্থার কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বালিয়া বাজার ও ভূঁষের মিল হয়ে পুনরায় সংস্থার কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।