
চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে জশনে জুলুস উদযাপন।
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে চাঁদপুরে জশনে জুলুস ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত আল জামাতের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব অ.ন.ম মাসুদ হোসেন আল কাদেরী। তিনি তার বক্তব্যে বলেন, নবী করীম (সঃ)-এর আগমন মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্য। তিনি শুধু মুসলমানদের জন্য নন, সমগ্র বিশ্বের জন্যই রহমত হিসেবে এসেছিলেন। তিনি আরও বলেন, আমাদের প্রজন্মকে রাসূলুল্লাহ (সঃ)-এর আদর্শ ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সঃ) বিশ্ববাসীর জন্য রহমত। যাদের অন্তরে নবীর প্রতি ভালোবাসা নেই, তাদের মাঝে মানবতা স্থান পায় না। শোভাযাত্রা শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাউছিয়া দরবার শরীফের পীর আল্লামা রফিকুল ইসলামসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।