
চাঁদপুরে প্রবাসজীবন শেষে হেলিকপ্টারে স্বদেশে চার বন্ধু।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
দীর্ঘদিনের প্রবাসজীবনের ইতি টেনে সাইপ্রাস থেকে দেশে ফিরেছেন চার বন্ধু। যানজট এড়াতে এবং সময় বাঁচাতে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে চড়ে চাঁদপুরের হাইমচরে নিজেদের এলাকায় অবতরণ করেন তাঁরা। এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে স্থানীয় হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নেমেছিল উৎসুক জনতা, তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দীর্ঘ বিমানযাত্রা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান চার বন্ধু মো. মাসুম বিল্লাহ, কামরুল হাসান তুষার, পাভেল ও মামুন। মাসুম বিল্লাহ গাজীপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার আব্দুল হক মাতব্বরের ছেলে।
বিকাল নাগাদ যখন বন্ধুদের বহনকারী হেলিকপ্টারটি হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করে, তখন শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ তাদের দেখতে ভিড় করে। প্রবাসফেরত স্বজনদের দেখতে পেয়ে এলাকাবাসী ও আত্মীয়-স্বজনদের মাঝে লক্ষ্য করা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। এ সময় স্বজনরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।
হেলিকপ্টারে আগমনের কারণ ব্যাখ্যা করে বন্ধুদের একজন বলেন, “দীর্ঘ পথ পাড়ি দিয়ে শরীর এমনিতেই ক্লান্ত থাকে। এমন অবস্থায় ঢাকার তীব্র যানজটে বসে থাকা অত্যন্ত কষ্টসাধ্য। তাই সময় বাঁচাতে এবং এই ভোগান্তি এড়াতে আমরা এই উদ্যোগ নিয়েছি।” এলাকাবাসীর এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে তাঁরা আবেগাপ্লুত বলেও জানান।
দীর্ঘ প্রবাসজীবন শেষে এই চার বন্ধুর ব্যতিক্রমী এবং জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তনের ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।