
চাঁদপুরে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ আহত প্রায় ৪০
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা বাজারে এই ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেত্রী রুমিন ফারহানাকে ব্যঙ্গ করে একটি ছবি শেয়ার করেন। এ নিয়ে বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আলোচনার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সংঘর্ষে বিএনপি ও জামায়াতের প্রায় ২০ জন করে কর্মী আহত হন। গুরুতর আহত বিএনপির ৫ জন নেতাকর্মীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, জামায়াতের গুরুতর আহত ৮ জনকে চাঁদপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
যুবদল নেতা নেছার আহমেদ চৌধুরী অভিযোগ করেন, তারেক রহমানের অবমাননাকর পোস্ট মেনে নিতে না পেরে তারা মীমাংসার জন্য সেখানে গেলে জামায়াত কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে জামায়াত নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপি কর্মীরাই তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে।
সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে বাজারের দোকানপাট কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনও কোনো আটক বা লিখিত অভিযোগ দায়ের হয়নি।