
চাঁদপুরে যাত্রী সেজে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যাত্রীবেশে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নারায়ণপুর পৌরসভার পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চালকের নাম শাওন কাজী (১৬)। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কয়েকজন যুবক যাত্রী সেজে শাওনের অটোরিকশা ভাড়া করে। তারা শাওনকে নারায়ণপুর পৌরসভার চাপাতলী-বাদামতলী সড়কের নির্জন বাগিচাপুর এলাকায় নিয়ে যায়। সেখানে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা শাওনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণে সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। নিহত শাওন উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।
খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এবং সহকারী পুলিশ সুপার খায়রুল কবির। পরে তারা নিহত শাওনের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় শাওনের মা রোকসানা বেগম বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানিয়েছেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে, যার সূত্র ধরে অভিযান চালিয়ে রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাব্বির কাজী (১৯), আবদুর রহমান সাইদ (১৯) এবং হাসান প্রধান সোহাগ (২৪)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। পুলিশ সুপার আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার করা হবে।
নিহত শাওনের পরিবার, তার ভাই ইয়াছিন ও খালা ফাতেমা বেগম, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।