নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। আজ ১৩ মে ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে হাজীগঞ্জ থানাধীন বলাখাল এলাকার নুরে মদিনা মাদ্রাসা কমপ্লেক্সের পাশে একটি নির্মাণাধীন টিনের ঘরের পশ্চিম দিকে বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও বোমা পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ৭.৬২×৩৯ মিঃমিঃ চাইনিজ রাইফেল, ১টি .২২ এয়ার রাইফেল (একনলা বন্দুক) এবং ১ রাউন্ড গুলি। এছাড়াও, ৬টি হাত বোমার সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
৩৩ পদাতিক ডিভিশনের সেনা সদস্য ও হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বিত দল এই অভিযান পরিচালনা করে। মোঃ সাইফুল ইসলাম (পিতা-মোঃ মোখলেছুর রহমান, গ্রাম-বলাখাল) নামক এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের পাশে বালুর নিচে অস্ত্র ও বোমাগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। কে বা কারা এসব অস্ত্র ও বোমা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।