চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আজ শেষ হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বিকেলে প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।
অনুষ্ঠানের সভা প্রধানের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
চাঁদপুরে সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।
চাঁদপুর প্রেসক্লাবে তিন দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। এই প্রশিক্ষণে চাঁদপুর জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নিয়েছেন। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মোবাইল সাংবাদিকতার এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। এই প্রশিক্ষণে সাংবাদিকরা মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে হয়, সে সম্পর্কে ধারণা পেয়েছেন।