
চাঁদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান তছলিম গ্রেপ্তার।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, আওয়ামী লীগ নেতা তছলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে চাঁদপুর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য তার বাসার আশপাশে অবস্থান নেয়। পরে রাত ১০টার দিকে বাসায় প্রবেশ করে জিএস তছলিমকে আটক করে চাঁদপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ফরিদগঞ্জের সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।