
চাঁদপুরে ৩ মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্রের
ডেক্স রিপোর্টঃ
প্রায় ৩ মাসেও সন্ধান মিলেনি চাঁদপুরের মহাসায়া মাদ্রাসার নিখোঁজ হওয়া ছাত্র মোঃ মুজাহিদের। এনিয়ে বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচারসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে খোঁজ খবর রাখা অব্যাহত হয়েছে। সে বেঁচে আছে কিনা এ দুশ্চিন্তায় দিনদিন আহাজারী বাড়াছে স্বজনদের। তবে তার পরিবারের সাথে কারো কোনো শত্রুতা নেই বলে জানান মুজাহিদের পিতা হোটেল বাবুর্চি মোঃ জামাল মিজি। এব্যাপারে তিনি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী তালিকাভুক্ত করেছেন।
মোঃ মুজাহিদ চাঁদপুর সদর উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদ্রাসায় পড়ুয়া ছাত্র। বয়স আনুমানিক ১২বছর হবে। তার গ্রাম কোটরাবন্ধ, পোঃ মহামায়া বাজার, থানাঃ মতলব দক্ষিণ, জেলা চাঁদপুর। সে গত ১৯মে বুধবার বিকেল ৫টায় (নির্ধারিত সময় ৫-৭টা) প্রতিদিনের ন্যায় উক্ত মাদ্রাসা মাঠে খেলতে নেমে আর মাদ্রাসায় ফিরে যায় নি। হারানোর সময় সে পায়জামা ও পাঞ্জাবী পরিহিত ছিল।
হারানোর একদিন পর তার পিতা জামাল মিজি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরী তালিকাভুক্ত করেছেন। যার নং ১৪৭২। তারিখঃ ২১/০৫/২০২৫ইং। উক্ত ছেলেটির সন্ধান পেলে নিম্মোক্ত মোবাইল নাম্বারে কল দিয়ে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইল। 01872572224, 01819197946।