
চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম কার্যকরী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাওন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এসএম সোহেল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম অনিক, সিনিয়র যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সজিব খান, সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, কোষাধ্যক্ষ শেখ আল মামুন, দপ্তর সম্পাদক মানিক দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আনোয়ারুল হক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমাম হোসেন গাজী এবং কার্যকরী সদস্য এম এ লতিফ, কেএম মাসুদ, মিজানুর রহমান লিটন, অভিজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনকে আরও গতিশীল করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, বার্ষিক বনভোজনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, এই নবনির্বাচিত কমিটি ২০২৫ সালের ১ আগস্ট থেকে আগামী দুই বছরের জন্য তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।