
ছাত্রদলের বিক্ষোভ মিছিল: "স্বৈরাচার" ও "রাজাকার" বিরোধী স্লোগান
ডেক্স রিপোর্টঃ
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল “দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার” এবং “এক বোতল দুই সিপি, জামাত আর এনসিপি” স্লোগান নিয়ে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত এক বিক্ষোভ মিছিল করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। ছাত্রদল অভিযোগ করেছে যে একটি “গুপ্ত সংগঠন” গোপন তৎপরতার মাধ্যমে “মব সৃষ্টির অপচেষ্টা” চালাচ্ছে।
মিছিল শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, তারা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করেছে। গত এক সপ্তাহে আরও কয়েকটি জঘন্য হত্যাকাণ্ড হয়েছে। এগুলো নিয়ে তারা কোনো শিক্ষার্থীকে বিভ্রান্ত করেনি। শুধু মিটফোর্ডের ঘটনা নিয়ে শিবিরের গুপ্ত কর্মীরা মব সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।
তিনি বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।
এর আগে, গত রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।