
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি'র শীর্ষ নেতারা।
ডেক্স রিপোর্টঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।
আজ সন্ধ্যায় রাজধানীর ইবনে সিনা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডাঃ শফিকুর রহমানকে দেখতে যান তারা।
বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জামায়াত আমিরকে দেখতে যান। এসময় তারা ডাঃ শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল থেকে বেরিয়ে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ডাঃ শফিকুর রহমান অসুস্থ থাকায় তাকে দেখতে এসেছিলেন তারা। এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি ডাঃ শফিকুর রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জ্যামাইতে ইসলামীর জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থবোধ করায় ডাঃ শফিকুর রহমানকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।