
জীবন ছোট, উপভোগের বার্তা দিলেন জেবা জান্নাত
বিনোদন ডেক্স:
জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত তাঁর ভক্তদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। গত ৪ অক্টোবর, বৃহস্পতিবার, অভিনেত্রী তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে লেখেন: “জীবন খুব ছোট”।
অভিনেত্রীর এই সংক্ষিপ্ত অথচ গভীর পোস্টটি তাঁর অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর এই বার্তাকে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখার এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন। ভক্তরা তাঁর পোস্টে ভালোবাসা ও সমর্থন জানিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।
টিকটক এবং পরবর্তীতে প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে অংশগ্রহণের মাধ্যমে আলোচনায় আসেন জেবা জান্নাত। এরপর তিনি ছোট পর্দায় নাম লেখান। ‘পার্টনারশিপ আনলিমিটেড’ এবং ‘রিকশাওয়ালার প্রেম’-এর মতো বেশ কিছু জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। কাজের পাশাপাশি বিভিন্ন কারণে তিনি আলোচনার কেন্দ্রেও এসেছেন, যার মধ্যে অন্যতম ছিল ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা। তবে এসব বিতর্ককে পেছনে ফেলে জেবা জান্নাত বর্তমানে নিজের শর্তে জীবনযাপন করছেন বলে বিভিন্ন সময়ে জানিয়েছেন।
অভিনেত্রীর সাম্প্রতিক এই পোস্টটি ইঙ্গিত দেয় যে তিনি জীবনের ক্ষণস্থায়ীতাকে উপলব্ধি করে তা পূর্ণভাবে বাঁচতে চান। তাঁর এই বার্তা হয়তো তাঁর ভক্তদেরও নিজেদের জীবনের মূল্য সম্পর্কে ভাবতে উৎসাহিত করবে।