মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বটতলা বাজারে পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডাকাতি ও ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কাঠালিয়া-আমুয়া সড়কের বটতলা বাজারে সর্বস্তরের জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ভুক্তভোগী মোঃ হারুন অর রশিদ ও তার পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নিয়ে অভিযোগ করেন, আনইলবুলিয়া গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী নাসির খান সরোয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা গত বৃহস্পতিবার ভোররাতে তাদের বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে অস্ত্রের মুখে ৮ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, ৭৪ হাজার টাকা ও জমির দলিলপত্র লুট করে নেয়।
এছাড়াও, সন্ত্রাসীরা বাজারের হারুনের মালিকানাধীন ছয়টি দোকান ভাঙচুর করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধন করে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত নাসির খান সরোয়ার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের সন্তানরা ভয়ে স্কুলে যেতে পারছে না বলে জানান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে চার দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।