ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে ঈদ বস্ত্র ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আশরাফুর রহমান ঈদ বস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ক্লাব সভাপতি মাহফুজা খানম। সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, এপিপি অ্যাডভোকেট মুন্সি রেজাউল হক আজিম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধী শিশুকে ঈদ বস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই উপহার পেয়ে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ঈদ উপহার তাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা বলেন, “এই অনুদান শিশুদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে। আমরা জেলা প্রশাসন এবং অন্যান্য অতিথিদের প্রতি কৃতজ্ঞ।”