
ঝালকাঠিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
‘শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। জাতির মেরুদণ্ড শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ৫ অক্টোবর রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। একাডেমিক সুপার ভাইজার মোঃ আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ, কে এম জামান, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ছাইদুর রহমান, প্রভাষক মোঃ নফিজুর রহমান, অধ্যক্ষ মাওলানা মোঃ ওয়াদুদ, প্রভাষক মোঃ সাইফুল মিনা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষক সমাজ জাতির মেরুদণ্ড। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার বিকাশে শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।” বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানবিকতা, সততা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য শিক্ষকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা আরও যোগ করেন, “শিক্ষকদের নিষ্ঠা ও দায়বদ্ধতাই একটি উন্নত জাতি গঠনের ভিত্তি। সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে সমাজের প্রতিটি স্তরে শিক্ষার প্রতি সম্মিলিত দায়িত্ববোধ তৈরি করতে হবে।”
আলোচনা শেষে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।