
ঝালকাঠিতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত।
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) শহরের একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশের মঙ্গল নিশ্চিত করতে হলে বিএনপিকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে।” আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।