
ঝালকাঠিতে মা ইলিশ ধরার অপরাধে ৩ জেলের কারাদণ্ড
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণের চলমান অভিযানের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন জেলেকে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আজ সকালে (০৬ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে বিষখালী নদীতে মাছ ধরার সময় এই তিনজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম প্রত্যেককে এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— বরগুনা জেলার বেতাগী উপজেলার জোপখালি গ্রামের মোঃ আলম মৃধার ছেলে মোঃ আরিফ মৃধা, মোঃ বাদল মৃধার ছেলে মোঃ সুজন মৃধা, এবং মোঃ জয়নাল মৃধার ছেলে মোঃ মিরন মৃধা।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে। ইউএনও জহিরুল ইসলাম জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বিষখালী নদীতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।