
ঝালকাঠিতে শিশু যৌন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ।
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে রাজাপুর-উত্তমপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভকারীরা জানান, শিক্ষক শাহাদাৎ দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানি করে আসছেন। গত মঙ্গলবার বিকেলে কোচিং চলাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে তিনি তার কক্ষে যৌন নিপীড়ন করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাজাপুর থানায় মামলা করলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। মানববন্ধনে বক্তারা অবিলম্বে শিক্ষক শাহাদাৎকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলও করে।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক। তাকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।