
ঝালকাঠিতে শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী সন্ত্রাসের বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের নেতৃত্বে গত বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাঠালিয়া উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ‘খুনি হাসিনার ফাঁসি’ এবং ‘আওয়ামী সন্ত্রাসের বিচার’ দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি বাজার ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে শেষ হয়।
সমাবেশে কাঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, জিয়া মঞ্চ, তাঁতী দল, তরুণ দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা শেখ হাসিনাকে ‘স্বৈরাচারী খুনি’ আখ্যা দিয়ে তার ফাঁসি দাবি করেন এবং যুবলীগ-ছাত্রলীগকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে তাদের বিচার চেয়েছেন।
বক্তারা অভিযোগ করেন, আগামী ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা কাঠালিয়ায় সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করছে। তারা গোলাম আজম সৈকতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দেন। একই সাথে, তারা সতর্ক করে বলেন, যদি কোনো কেন্দ্রীয় বিএনপি নেতা আওয়ামীপন্থীদের পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে কাঠালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা তা কঠোরভাবে প্রতিহত করবে।