
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সর্বাত্মক কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূঁইয়া রুবেল।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল একটি সুসংগঠিত সংগঠন। দলের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। পাশাপাশি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরানোর আন্দোলনে সক্রিয় থাকার জন্যও আহ্বান জানানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী।