
ঝালকাঠির রাজাপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝালকাঠির রাজাপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১টায় উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজাপুর উপজেলা জুয়েলার্স সমিতির সভাপতি সঞ্জয় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বাজুসকে দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক সংগঠন হিসেবে উল্লেখ করে জুয়েলারি খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার রক্ষায় বাজুসের ভূমিকার প্রশংসা করেন।
সমিতির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়, যেখানে উপজেলা জুয়েলারি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।