
ঝালকাঠি কাঁঠালিয়া প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধি:
“সমৃদ্ধির লক্ষ্যে, আগামীর পথে” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও ক্লাবের পতাকা উত্তোলন এবং বেলুন উড়ানো।
এরপর প্রেসক্লাব কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. মহসিন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাএ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সহ-সভাপতি সারোয়ার হোসেন সিকদার ও খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সমস্যাগুলো তুলে ধরছেন। গণমাধ্যমকে আরও শক্তিশালী করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।