
টঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নারীর মৃত্যু, আহত পুলিশ কর্মকর্তা।
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের টঙ্গীতে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে টঙ্গী বিআরটি প্রকল্পের উড়াল সড়কের চেরাগআলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাসিমা আক্তার (২৮)। তিনি মাদারীপুরের শিবচর থানার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন তার দেবর এবং মোটরসাইকেল চালক, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈদ হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে এএসআই সাঈদ হোসেন তার ভাবি নাসিমা আক্তারকে নিয়ে মোটরসাইকেলে করে গাজীপুরের কামারজুড়ি এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। তারা বিআরটি প্রকল্পের উড়াল সড়কের চেরাগআলী অংশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাসিমা আক্তার মারা যান এবং সাঈদ হোসেন গুরুতর আহত হন।
খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনা সৃষ্টিকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।