
ঢাবি উপাচার্যের বক্তব্য বিকৃত, প্রতিবাদ জানালো কর্তৃপক্ষ।
ডেক্স রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্য ভুলভাবে উপস্থাপনের তীব্র প্রতিবাদ জানিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত কিছু খবরের শিরোনামে বলা হয়েছিল, উপাচার্য নির্বাচন বাধাগ্রস্ত হলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন। ঢাবি কর্তৃপক্ষ এই খবরকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে।
গতকাল শনিবার বিকেলে ঢাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
মূলত, ঢাবি কালো দিবস উপলক্ষে টিএসসি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ডাকসু নির্বাচন আয়োজন একটি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ, যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, “এই প্রক্রিয়া ততক্ষণ অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সকল স্টেকহোল্ডার সহযোগিতা করবেন। যদি সহযোগিতা প্রত্যাহার করা হয়, তাহলে আমি স্পষ্টভাবে সকলকে অবহিত করব কোথায় বাধা রয়েছে।”
তবে কিছু সংবাদমাধ্যম এই বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করে খবর প্রকাশ করে যে উপাচার্য পদত্যাগের হুমকি দিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে ঢাবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে উপাচার্য এমন কোনো মন্তব্য করেননি।
অধ্যাপক খান তার বক্তব্যে আরও বলেন, ঢাবি প্রশাসন নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং গণমাধ্যমকে নিয়মিতভাবে নির্বাচনের অগ্রগতির বিষয়ে অবহিত করবে।