
দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন: রহিম বাদশা
ডেক্স রিপোর্টঃ
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক চাঁদপুর দর্পণ কার্যালয়ে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।
প্রধান অতিথি এ সময় বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরের অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেন। আমি নিজেও এই পত্রিকায় কাজ করেছি। আমি যখন টেলিভিশনে নতুন কাজ করছি, তখন তিনি কাজের ক্ষেত্রে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি থাকলে ইকরাম চৌধুরী থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। তাহলেই দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন।
তিনি আরো বলেন, কোথায় কোন ঘটনা ঘটলে শুনলেই ইকরাম ভাই সেখানে কাউকে না জানিয়ে ঘটনাস্থলে ছুটে যেতেন, তারপর অন্যদের ঘটনাটি জানাতেন। এটাও তার বড় ধরনের গুনের মধ্যে একটি। ইকরাম ভাইয়ের অবর্তমানে তার ভাই মুনীর চৌধুরী ও শরীফ চৌধুরী দর্পণ পত্রিকাটি টিকিয়ে রাখতে অনেক পরিশ্রম করছেন। আমি আশা করবো আপনাদের মাধ্যমে দর্পণ পত্রিকাটি টিকে থাকবে।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় দোয়া ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক চাঁদপুর দর্পণ এর প্রধান সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল ও দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল।দৈনিক চাঁদপুর দর্পণ এর ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মফস্বল সম্পাদক এ কে আজাদ, মতলব উত্তর অফিস প্রধান শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলার অফিস প্রধান এসএম মিরাজ মুন্সি, সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার আশরাফুল আলম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, স্টাফ রিপোর্টার মহসীন আলম, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, হাইমচর উপজেলা অফিস প্রধান জাহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার বিশেষ প্রতিনিধি অমরেশ দত্ত জয়, শাহরাস্তি অফিস প্রধান মাসুদ রানা, ফরিদগঞ্জ সহকারি অফিস প্রধান গাজী মমিন, স্টাফ রিপোর্টার সুজন আহমেদ, ফরিদগঞ্জ প্রতিনিধি মাসুম তালকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম ইকরাম চৌধুরী ছিলেন একজন ধৈয্যশীল ও নিরঅহংকারী মানুষ। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগতের একজন উজ্জল নক্ষত্র। তার বড় সফলতা ছিলো চাঁদপুরের অনেক সাংবাদিক তিনি সৃষ্টি করেছেন। যারা বর্তমানে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সাংবাদিকতা করছেন। তিনি চাঁদপুর দর্পণ পত্রিকাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে ইকরাম চৌধুরী টিকে থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে সকলকে কাজ করতে হবে। সবচেয়ে বড়গুণ ছিল যে কোন পরিস্থিতিতে তিনি সামাল দিতে পারতেন।
স্মরণ সভার পূর্বে কোরআন তেলওয়াত করেন সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার আশরাফুল আলম। পরে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সব শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বাদ জুমা চাঁদপুর সরকারী কলেজ কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারী কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব মাও. নিজাম উদ্দিন। মিলাদ ও দোয়া পূর্বে বক্তব্য রাখেন মরহুম ইকরাম চৌধুরীর বড় ভাই মোঃ মুনির চৌধুরী।
দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরীফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পণ এর নির্বাহী সম্পাদক জালাল চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, লক্ষণ চন্দ্র সূত্রধর, সিনিয়র যুগ্ম সম্পাদক শওকত আলী।
আরও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সহকারী সম্পাদক ও চাঁদপুর ডেভোলাপার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মফস্বল সম্পাদক এ কে আজাদ, মতলব উত্তর অফিস প্রধান শামসুজ্জামান ডলার, হাজীগঞ্জ উপজেলার অফিস প্রধান এস এম মিরাজ মুন্সি, সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন ম্যানেজার আশরাফুল আলম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন আল আজাদ, সহকারী মফস্বল সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী, স্টাফ রিপোর্টার সুজন আহমেদ, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মিন্টু, হাইমচর উপজেলা অফিস প্রধান জাহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার মহসীন আলম, সাবেক পৌর ভূমি কর্মকর্তা আব্দুল লতিফ, আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক গোফরান হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোরশেদ আলম সেলিম, দৈনিক চাঁদপুর পত্রিকার সম্পাদক কে এম মাসুদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এনটিভির চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, চাঁদপুর প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আলমগীর পাটওয়ারী, দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান বাবুসহ আগত মুসল্লিগণ।