
দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার: ফরিদগঞ্জে ওপেন হাউজ ডে।
স্টাফ রিপোর্টঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ এর আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক ওপেন হাউজ ডে ও চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।
ফরিদগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসপি মুহম্মদ আব্দুর রকিব তার বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। একই সাথে তিনি যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি পুলিশের সাথে যোগাযোগের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
ওপেন হাউজ ডে শেষে পুলিশ সুপার ফরিদগঞ্জ থানায় অনুষ্ঠিত চৌকিদার প্যারেডে অংশ নেন এবং স্থানীয় চৌকিদারদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। তিনি চৌকিদারদের তাদের নিজ নিজ এলাকার নিরাপত্তা রক্ষায় আরও সজাগ ও সক্রিয় থাকার নির্দেশনা দেন।
পরে তিনি হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন সাইদী, শারমিন রহমান এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ’সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ফরিদগঞ্জ থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিমা তৈরির কাজ দেখেন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পুলিশের এই ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, পুলিশ প্রশাসনের তৎপরতায় একটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এবারের দুর্গাপূজা উদযাপিত হবে।