
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীমঃ ইউএনও অমিত রায়।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বৃক্ষরোপণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির শুরুতে একটি র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুব সমাজকে আরও দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে সরকার বদ্ধপরিকর।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম চৌধুরী-এর সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুল, এনসিপির উপজেলার প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল সহ অন্যান্যরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রান্না পাপ্পু, হাইমচর থানা এসআই আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ গাজী ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতোয়াল। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলকে উপজেলা নির্বাহী অফিসার শপথ বাক্য পাঠ করান। এরপর সফল উদ্যোক্তা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরিশেষে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।