
নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রাহাত নামের এক ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর আলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু রাহাত পূর্বচর কৃষ্ণপুর গ্রামের আলমগীর ছৈয়াল ও লাকি বেগমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শিশু রাহাত বাড়ির উঠোনে পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে খোঁজাখুঁজির পর তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
হাইমচর থানার ওসি তদন্ত শাহ আলম জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে।