
নারী ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত সূচনা পাকিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ।
খেলাধুলা ডেক্সঃ
নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাজিমাত করেছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কার কলম্বোতে ৭ উইকেট ও ১১৩ বল হাতে রেখে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটারদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে এক পেশে জয় তুলে নিয়ে শুভ সূচনা করলো লাল-সবুজের দল।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। পেসার মারুফা আক্তার ইনিংসের প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিনকে পরপর দুই বলে বোল্ড করে দেন, দুজনেই ফেরেন শূন্য রানে।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। নাহিদা আক্তারের ঘূর্ণিতে রামিনা শামিম (২৩) ও মুনিবা আলি (১৭) বিদায় নেন। তবে এদিনের সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার স্বর্ণা আক্তার, যিনি মাত্র ৩.৩ ওভার বল করে ৫ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তারও শিকার করেন ২টি করে উইকেট। ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার পান ১টি করে উইকেট। সম্মিলিত বোলিং আক্রমণে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়।
দারুণ বোলিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন মারুফা আক্তার (২/৩১, ৭ ওভার)।
জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মাত্র ৭ রানে ফারজানা হক (২) এবং পরে শারমিন আক্তারও (১০) দ্রুত বিদায় নেন। তবে তৃতীয় উইকেটে হাল ধরেন রুবাইয়া হায়দার এবং অধিনায়ক নিগার সুলতানা। অধিনায়ক নিগার সুলতানা ২৩ রান করে আউট হলেও, দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার মূল দায়িত্বটি নেন রুবাইয়া।
তিনি প্রথমে নিগারের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন এবং পরে সোবহানা মোস্তারির সঙ্গে অবিচ্ছিন্ন ৩৪ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। রুবাইয়া হায়দার ৭৭ বলে ৮টি চারের সাহায্যে অপরাজিত ৫৪ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। অন্যদিকে, সোবহানা মোস্তারি উইকেটে এসেই ঝড় তোলেন, মাত্র ১৯ বলে ৬টি চারের মারে ২৪ রানে অপরাজিত থাকেন।
ফলস্বরূপ, বাংলাদেশ ৩১.১ ওভারেই মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩১ রান তুলে নিয়ে দারুণ জয় নিশ্চিত করে। নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের এই উড়ন্ত সূচনা নিসন্দেহে দলের আত্মবিশ্বাসকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।