
নিয়ম না মেনে মাছ শিকার করা প্রকৃতিবিরোধী কাজ: ইউএনও অমিত রায়।
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধিঃ
“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সরকারি কর্মকর্তা, মৎস্যজীবী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। তিনি বলেন, ‘মাছ আমাদের দেশের সম্পদ। অবৈধ জাল দিয়ে মাছের পোনা শিকার করলে পরবর্তী প্রজন্ম এই সম্পদ থেকে বঞ্চিত হবে। সরকার মৎস্য সপ্তাহের আয়োজন করেছে যাতে আমরা অবৈধ জাল ব্যবহার না করি। এছাড়া ইলিশ আমাদের জাতীয় সম্পদ, তাই মা ইলিশ ও জাটকা নিধনে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ‘নিয়ম না মেনে মাছ শিকার করা প্রকৃতিবিরোধী কাজ। জনসংখ্যা বৃদ্ধির ফলে আমিষের চাহিদাও বাড়ছে, তাই আমাদের অবৈধভাবে মাছ শিকার থেকে বিরত থাকতে হবে।’উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানিক বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, এনসিপির প্রধান সমন্বয়কারী মোখলেসুর রহমান মুকুল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম প্রমুখ।
বক্তারা দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং দেশি মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম তৈরির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য তিনজনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) জামাল হোসেন, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মৎস্যজীবীরা।অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য দলের সভাপতি রেজাউল করিম বেপারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতওয়াল, বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধা মিরাজ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহাম্মেদ, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) জামাল হোসেন, কোষ্টগার্ড, নৌপুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এবং মৎস্যজীবীরা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম মেহেদী হাসান। গিতা পাঠ করেন কৃষি অফিস উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ভজন হরি মজুমদার ।