
নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী জরুরি নূরজাহান বেগম।
ডেক্স রিপোর্টঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, নিরাপদ প্রসব নিশ্চিত করতে দেশের ধাত্রীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। একইসঙ্গে স্তন্যপান বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে শুধু স্বাস্থ্য বিভাগ নয়, এনজিও কর্মী, মসজিদের ইমাম, মন্দির ও গির্জার পুরোহিতদেরও ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ আগস্ট, ২০২৫) নগরীর সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব স্তন্যপান সপ্তাহ-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
নূরজাহান বেগম বলেন, সবক্ষেত্রে শুধু চিকিৎসকদের দোষারোপ করা অর্থহীন। যেখানে একটি হাসপাতালের ধারণক্ষমতা ২,৬০০, সেখানে ৫,০০০ রোগী আসেন। একটি পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৬৫ শতাংশ প্রসব হাসপাতাল বা ক্লিনিকে এবং ৩৫ শতাংশ বাড়িতে হয়। তাই প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীদের মাধ্যমে বাড়িতেও যেন নিরাপদ প্রসব নিশ্চিত করা যায়, সেদিকে আমাদের নজর দিতে হবে।
তিনি আরও বলেন, স্তন্যপান নিয়ে সচেতনতা সৃষ্টির কাজটি কেবল সরকার বা স্বাস্থ্য খাতের একার দায়িত্ব নয়। সমাজের সকল স্তরের মানুষের এতে অংশগ্রহণ করা উচিত। এ বিষয়ে মসজিদের জুমার খুতবায় আলোচনা করা যেতে পারে। একইভাবে মন্দির ও গির্জাতেও এই বার্তা পৌঁছে দেওয়া সম্ভব। গণমাধ্যমকেও এই সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালক (ডিজি) ডা. আশরাফী আহমেদ, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক নাজমুল হোসেন এবং বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এসকে রায়।