
নির্বাচনের খবরে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা প্রস্তুত: আমীর খসরু।
ডেক্স রিপোর্টঃ
আসন্ন নির্বাচনের খবরের কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্য বর্তমান বাংলাদেশ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এর প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্র তৈরি করতে হলে শেয়ারবাজারের উন্নয়ন অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, টাকা না ছাপিয়ে এবং ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে একটি বিনিয়োগমুখী বাংলাদেশ গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার মোহাম্মদ মহসিন চৌধুরী, ব্র্যাক ব্যাংক পিএলসির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান মোমিনুল ইসলাম এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান।
সম্মেলনের প্রথম পর্ব শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।